ঢাকায় ত্রিদেশীয় সিরিজের সূচি

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:৩০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ দলের সামনে ব্যস্ত সূচি।সদ্য শেষ হয়েছে বিপিএল। তবে বেশি দিন বিশ্রাম মিলবে না তাদের। জানয়ারিতে ঢাকায় বসছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে এ সিরিজ।

প্রতিটা ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবং সবগুলো ম্যাচ দিবারাতে। প্রতিটা দল একে অপরের বিপক্ষে দুইবার মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ২৭ জানুয়ারি ফাইনালে অবতীর্ণ হবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

১৫ জানুয়ারি, ২০১৮, সোমবার--বাংলাদেশ-জিম্বাবুয়ে।

১৭ জানুয়ারি, ২০১৮, বুধবার--শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।

১৯ জানুয়ারি, ২০১৮, শুক্রবার--বাংলাদেশ-শ্রীলঙ্কা।

২১ জানুয়ারি, ২০১৮, রোববার--শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।

২৩ জানুয়ারি, ২০১৮, মঙ্গলবার--বাংলাদেশ-জিম্বাবুয়ে।

২৫ জানুয়ারি, ২০১৮, বৃহস্পতিবার--বাংলাদেশ-শ্রীলঙ্কা।

২৭ জানুয়ারি,২০১৮, শনিবার--ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ শুরু হবে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতী টেস্ট হবে ঢাকার মিরপুরে। ম্যাচ শুরু ৮ ফেব্রুয়ারি।টেস্ট সিরিজের পর শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ১৫ ফেব্রুয়ারি মিরপুরে, ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ম্যাচ।

দুই টেস্ট :

৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি--প্রথম টেস্ট--চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

৮ ফেব্রুয়ারি-১২ ফেব্রুয়ারি--দ্বিতীয় টেস্ট--মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

দুই টি-টুয়েন্টি:

১৫ ফেব্রুয়ারি--প্রথম টি-টুয়েন্টি--মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

১৮ ফেব্রুয়ারি--দ্বিতীয় টি-টুয়েন্টি--সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ডিএইচ)