মদ্যপানে প্রাণ গেল প্রকৌশলী দুলাভাই শ্যালক ও বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় অতিরিক্ত মদ্যপানে একে একে মৃত্যু হয়েছে তিন ব্যক্তির। তারা হলেন প্রকৌশলী আবদুর রহমান (৩৫), তার শ্যালক মীর সোহেল (১৮) ও বন্ধু জামাল হোসেন (৩২)।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃস্পতিবার দুপুরের মধ্যে একে একে তাদের মৃত্যু হয়।

পুলিশ তাদের লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মুগদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত আবদুর রহমানের ছোট ভাই আবদুর রাজ্জাক ঢাকাটাইমসকে বলেন, আবদুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ছিলেন। পাঁচ দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার রাতে আবদুর রহমান তার মামাতো শ্যালক সোহেলকে দিয়ে মদ আনিয়ে বাসায় তিনজন মদপান করেন। প্রতিটি সাড়ে চার হাজার টাকা দামের তিন বোতল বিদেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

গুরুতর অসুস্থ অবস্থায় আবদুর রহমানকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই দিন রাতেই মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মীর সোহেলকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মারা যান জামাল।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় তিনজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ সময়ে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়। ময়না তদন্তকারী চিকিৎসক ওই তিনজনের শরীর থেকে ভিসেরা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠিয়েছেন।

প্রকৌশলী আবদুর রহমান বরগুনা জেলার বেতাগী থানার বেতমোড় গ্রামের আবদুল গনির ছেলে। তিনি সপরিবারে মান্ডার কদমআলী ঝিলপাড়ের জার্মানি বিল্ডিংয়ে ভাড়া থাকতেন।

আবদুর রহমানের বন্ধু জামাল হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। শ্যালক মীর সোহেল ও জামাল হোসেন মান্ডার লেক গলিতে বাস করতেন। জামাল হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে। আবদুর রহমানের ছোট ভাই আবদুর রাজ্জাক এ ঘটনায় মুগদা থানায় অপমৃত্যু মামলা করেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এএ /মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :