শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৯

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে এক গৃবধূর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে।

বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম রিনা আক্তার (৩৫)। তিনি শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাবুলের স্ত্রী এবং গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের আব্দুল গফুর মোল্লার মেয়ে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বাবুলের সঙ্গে তার স্ত্রী রিনা আক্তারের কলহ চলে আসছিল। বাবুলের একাধিক স্ত্রী রয়েছে।

বুধবার রাতে স্বামীর বাড়িতে ঘরের চৌকির উপর রিনার মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

তবে নিহতের ভাই আনোয়ার হোসেনের দাবি, দাম্পত্য কলহের জের ধরে রিনাকে তার স্বামী হত্যা করেছে। অপরদিকে বাবুলের পরিবারের দাবি অসুস্থতার কারণে রিনার মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এমআর