টেকনাফে মালয়েশিয়াগামী দুই রোহিঙ্গাসহ আটক ৬

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:০২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দেয়ার প্রস্ততির সময় এক দালালসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুইজন রোহিঙ্গা আছেন।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল উপকূলের একটি বাড়ি থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, দালাল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মো. ইসমাইলের ছেলে নুরুল আমিন ওরফে নুর আলম, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ইউছুপ আলী ছেলে আলী হোসেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তাইগা কাটা গ্রামের ফকির আহমদের ছেলে মো. ছৈয়দ হোসেন, একই এলাকার উজির আলীর ছেলে মো. আলম, মিয়ানমার মংডুর বাঘগুনা গ্রামের মো. হোছেনের ছেলে মো. হারুন মিয়া এবং একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে জিয়াউল হক। তারা দুজন কুতুপালং অনবন্ধিত রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে থাকেন।

অভিযান পরিচালনাকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, ভোরে টেকনাফের বাহারছড়া উপকূলের একটি বাড়িতে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য কয়েকজন যুবককে জড়ো করার খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের দালাল নুরুল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দালাল পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, দুই রোহিঙ্গাসহ সুমদ্রপথে পাঁচ মালয়েশিয়াযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক দালালকে আটক করা হয়।

এ ঘটনায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :