মৌলভীবাজারে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:১৫
ফাইল ছবি

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার মৌলভীবাজারে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক খায়েজ আহমদ ১নং আমলি আদালতে মামলাটি করেন। আমলি আদালতের বিচারক মো. বাহাউদ্দিন কাজী এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য মৌলভীবাজার সদর থানাকে নির্দেশ দেন।

মামলার আইনজীবী নিকিল রঞ্জন দাস জানান, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মাহমুদুর রহমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি এবং মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেছেন। তার ওই বক্তব্যে রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল। এ কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার সাক্ষীরা হলেন জোবায়ের আহমদ তপু, মুবিন রাজা, মো. আবু হানিফ, শাহীন আহমদ উজ্জ্বল।

এর আগে একই অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাটোর, কুড়িগ্রাম, দিনাজপুর, সিলেট, মানিকঞ্জ, খুলনা ও যশোরে মামলা হয়।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :