ভোলায় শিশুবিয়ে রোধে স্কুলে কুইজ প্রতিযোগিতা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় শিশু বিবাহ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত শিশুবিবাহরোধ কর্মসূচির অংশ হিসেবে স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আল হেরা বালিকা  দাখিল মাদ্রাসা ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্টের (আইইসিএম) প্রকল্পের আয়োজনে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েকশ শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, কোস্ট ট্রাস্টের (আইইসিএম) প্রকল্পরে এপিও দেবাশীষ মজুমদার, মিডিয়া অফিসার আদিল হোসেন, আল হেরা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের, সহকারী সুপার ইকবাল হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)