রংপুর সিটি নির্বাচন

উন্নয়ন চাইলে ঝন্টুকে ভোট দিন: আহমদ হোসেন

রফিকুল ইসলাম রফিক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৭

রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে দাবি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, যে-ই মেয়র নির্বাচিত হোক, সরকারের সহযোগিতা ছাড়া রংপুরের উন্নয়নে কাজ করতে পারবেন না। এ জন্য তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী ঝন্টুকে ভোট দেয়ার জন্য রংপুর শহরবাসীদের আহ্বান জানিয়েছেন।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর প্রচারণায় অংশ নিয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহমদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের সাত সদস্যের একটি প্রতিনিধিদল নিজ দলের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে রংপুরে এসেছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধিদলটি দলীয় কর্মীদের নিয়ে নগরীর বেতপট্টিসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়।

প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহমদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি জনগণের বিশ্বাস আছে। উন্নয়নের প্রতি বিশ্বাস আছে। সুতরাং রংপুর হবে শান্তির। উন্নয়নের রোল মডেল।

রংপুরের উন্নয়নে ক্ষমতাসীন দলের মেয়রের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে আহমদ হোসেন বলেন, ‘উদাউট সাপোর্ট অব গভমেন্ট, এখানে সিটি করপোরেশনের মেয়র যেই হোক, কাজ করতে পারবে না। সুতরাং সরকারি দলের মেয়র হলে তিনি কাজ করতে পারবেন। রংপুরকে রোল মডেল তৈরি করতে পারবেন।’

জনগণের প্রত্যাশা পূরণের জন্য আবার সরফুদ্দিন ঝন্টুকে মেয়র হওয়া দরকার বলে মন্তব্য করেন আহমদ হোসেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, উন্নয়নের স্বার্থে রংপুরের মানুষ তাকে ভোট দেবে। আমরা শতভাগ আশাবাদী ঝন্টুই পুনরায় মেয়র নির্বাচিত হবেন।’

সরকারদলীয় প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনলেও দলটির সাংগঠনিক সম্পাদক মনে করেন, কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। আইন অনুযায়ী যা করার তা-ই করছে। তিনি বলেন, ‘কমিশন কাজ ভালোভাবেই করছে। নিরপেক্ষভাবেই কাজ করছে। এখানে ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের কোনো সুযোগ নেই।’ নির্বাচন কমিশনের নির্দেশিত বিধি অনুযায়ী তার দলের প্রার্থীর প্রচারণা চলছে বলে দাবি করেন তিনি। রংপুর সিটি নির্বাচন ইসির জন্য একটি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা বলে উল্লেখ করে আহমেদ হোসেন বলেন, ‘কমিশন আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করবে। তার আগে এই টেস্ট পরীক্ষায় ইলেকশন কমিশন উত্তীর্ণ হতে চায়।’ এ জন্য ইসিকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

সদ্য বিদায়ী মেয়র জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান জনগণ কেন তাকে আবার ভোট দেবে। জবাবে ক্ষমতাসীন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে একবার ক্ষমতায় এসে হবে না। কমপক্ষে তিনবার ক্ষমতায় থাকতে হবে। আমরা মনে করি রংপুরবাসী উন্নয়নের জন্য নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করবেন।’

আওয়ামী লীগের সব নেতাকর্মী ঝন্টুর পক্ষে কাজ করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আহমদ হোসেন বলেন, ‘সবাই কাজ করছেন। আমরা নেতাকর্মীদের উজ্জীবিত করতে সভা করছি। তারা এখন উজ্জীবিত।’

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :