নিবন্ধিতদের শিক্ষক নিয়োগে জেলা-উপজেলা কোটা বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:০২

বেসরকারি স্কুল-কলেজে নিবন্ধন সনদধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা ও জেলা কোটা বাতিল ঘোষণা করেছে করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে নিবন্ধন সনদধারী শিক্ষকদের মেধা তালিকা বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত।

জামালপুরের সেলিম রেজাসহ ১৭২ জন নিবন্ধন সনদধারী হাইকোর্টে এ রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর একই বেঞ্চ নিবন্ধন সনদধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলা-উপজেলা কোটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ৭ দিনের মধ্যে শিক্ষা সচিব, এনটিআরসিএকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :