দ্বিতীয় সাময়িকের প্রশ্নে বার্ষিক পরীক্ষা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:১৩ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:১১

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় শ্রেণির ইংরেজির বার্ষিক পরীক্ষা নেয়া হয়েছে দ্বিতীয় সাময়িকের প্রশ্নপত্র দিয়ে। আর শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন একে দেখছে ছোটখাটো ভুল হিসেবে।

বৃহস্পতিবার বিয়ষটি প্রকাশ পেলে গোটা উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে। তবে বিষয়টিকে ছাপার ভুল হিসেবে দেখছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।

কয়েকজন ছাত্র জানায়, তারা পরীক্ষার হলে শিক্ষকদের জানালে শিক্ষকরা তাদের বলেন, ‘সমস্যা নাই পরীক্ষা দাও। তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে উত্তর মূল্যায়ন করা হবে।’

জানতে চাইলে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘আমিও মানুষ, জনবলও কম, ভুল হতে পারে। তবে প্রশ্ন ঠিক ছিল, উপরে দ্বিতীয় সাময়িকের জায়গায় বার্ষিক কথাটি হবে।’

শিক্ষকরা জানান, পাটগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা উপজেলা শিক্ষা কমিটির সাথে সমন্বয় না করে বগুড়ায় এক স্বজনকে দিয়ে প্রশ্নপত্র তৈরি করেন। ভুলে ভরা এসব প্রশ্নপত্র শিক্ষকদের নজরে আসলে শিক্ষা কর্মকর্তা বিষয়টিকে চেপে যেতে বলেন ও গণ-মাধ্যম কর্মীদের জানাতে নিষেধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ‘ছোট-খাট ভুল হতে পারে। তবে আমি শিক্ষা কর্মকর্তাকে বলেছি আগামীতে গ্রুপ না দেখিয়ে যেন প্রশ্ন না ছাপানো হয়।’

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :