রেকর্ড গড়ল ‘অন্তর জ্বালা’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:১২ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:০২

দেশের ১৭৫টি হলে ছবি মুক্তি দিয়ে নতুন রেকর্ড গড়লেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারি। ১৫ ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে প্রয়াত নায়ক মান্নার এক পাগল ভক্তের গল্পের ওপর নির্মিত ‘অন্তর জ্বালা’। বাংলা চলচ্চিত্রের ইতিহাস বলছে, এর আগে এত সংখ্যক সিনেমা হলে কোনো ছবি মুক্তি পায়নি।

‘অন্তর জ্বালা’ মালেক আফসারি পরিচালিত ২৪তম চলচ্চিত্র। ছবিটি পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। প্রযোজক মোঃ নাসির উদ্দিন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এছাড়া আছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, প্রয়াত মিজু আহমেদ ও অমিত হাসান।

১৭৫টি হলে মুক্তি দেবেন ‘অন্তর জ্বালা’- এমন ঘোষণা আগেই দিয়েছিলেন পরিচালক মালেক আফসারি। শুক্রবার তিনি সেকথা রাখলেন। ১৭৫ হলেই মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে শাকিব খান অভিনীত ‘রাজাবাবু’ দেশের ১৬৫টি হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিল। আজ থেকে সেটি চলে গেল ‘অন্তর জ্বালা’র দখলে।

ছবি তো মুক্তি পেল। দেশের সর্বাধিক হলও দখল করল। কিন্তু চলবে কেমন সেটাই এখন প্রশ্ন। কেননা, ছবি মুক্তির আগেই নকলের অভিযোগ উঠেছিল পরিচালক আফসারির বিরুদ্ধে। বলা হয়েছিল, ‘অন্তর জ্বালা’র ‘ছোট ছোট আশা’ শিরোনামের গানটি একটি তামিল ছবির গান থেকে হুবহু নকল করা হয়েছে। পরে সে অভিযোগ স্বীকারও করেন নির্মাতা।

তবে ক্যারিয়ারের ২৪তম ছবি ‘অন্তর জ্বালা’ নিয়ে একটি বিশেষ চ্যালেঞ্জ আছে চলচ্চিত্রের সিনিয়র পরিচালক মালেক আফসারির। ছবির শুটিং শেষ হলে তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, ‘অন্তর জ্বালা’ ফ্লপ হলে পরিচালনা ছেড়ে দেব।’ দীর্ঘ অভিজ্ঞতা, ছবির কাহিনি ও পাত্র-পাত্রীদের ওপরে আস্থা রেখেই যে তিনি চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছিলেন সেটা পরিষ্কার। তবে সেই চ্যালেঞ্জের জবাব তিনি কতটা দিতে পারবেন সেটার জন্যই অপেক্ষা।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :