‘ট্রেনের টিকিট নিয়ে দুর্নীতি সহ্য করা হবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৭

ট্রেনের টিকিট নিয়ে দুর্নীতি করলে, জনগণকে দুর্ভোগে ফেললে কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। তিনি আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন।

ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষ্যে কসবা রেলওয়ে স্টেশনে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, গণসমাবেশ, সংগীতানুষ্ঠান ও ফুল দিয়ে যাত্রীদের শুভেচ্ছা জানানো হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন করছে। ফলে সড়কও রেল যোগাযোগর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে ট্রেনের বিরতিও সরকারের উন্নয়নের অংশ। স্টেশনের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আপনাদের সকলের। কেউ টিকিট নিয়ে দুর্নীতি করলে, আমার জনগণকে কষ্ট দিলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন, এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :