তামিমের দিনে অসহায় টিম শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:২১ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৭

টি টেন ক্রিকেটে পাখতুনসের হয়ে টিম শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেছেন তামিম ইকবাল। ৫ চার ও ৪ ছয়ে এমন ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন তামিম। তার স্ট্রাইক রেট ২০৭.৪০। তামিমের এমন ঝলমলে দিনে ২৭ রানে জিতল তার দলও।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১১ রান সংগ্রহ করে পাখতুনস। জবাবে ৭ উইকেটে ৮৪ রানেই থেমে যায় টিম শ্রীলঙ্কা। এ নিয়ে টানা দুই জয় ঘরে তুলল তামিম ইকবালের দল পাখতুনস। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তামিম।

ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন পাখতুনসের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও তামিম ইকবাল। ১২ বলে ২৪ রান করে শেহজাদ ফিরলেও রয়ে যান তামিম। রীতিমত বোলারদের কচুকাটা করে খেলেন দুর্দান্ত এক ইনিংস। শেষমেশ নিজের উইকেট জিইয়ে রেখে মাঠ ছেড়েছে টাইগার ওপেনার।

টিম শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন ফারনান্দো ও সিহান জয়সুরিয়া। ১ উইকেট ঝুলিতে পুরেছেন মাদুসানাকা।

জবাবে শুরুতেই ২ উইকেট হারায় টিম শ্রীলঙ্কা। মুনাবিয়ারা (১) ও চান্ডিমালকে (১) ফিরিয়ে দেন লিয়াম ডসন। হাসারাঙ্গার ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করলেও কিনারা খুঁজে পায়নি দলটি। ১২ বলে ৩১ রান করে রান আউট হন হাসারাঙ্গা। বাকি ব্যাটসম্যানরা কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে জয়ের আশা শেষ হয়ে যায় টিম শ্রীলঙ্কার।

পাখতুনসের পক্ষে ২টি উইকেট দখল করেছেন ডসন। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নবি, ইমরান খান (১) ও সোহেল খান।

সংক্ষিপ্ত স্কোর

পাখতুনস: ১০ ওভারে ১১১/৬ (তামিম ৫৬*, সেহজাদ ২৪, জামান ০, ডাসন ১১, আফ্রিদি ৭, জাদরান ১, নবী ৪, সোহেল ১*; থিকসিলা ০/২৩, লাহিরু মাদুসানাকা ১/৩১, ফারনান্দো ২/১৫, সিহান মাদুসানাকা ০/১৮, জয়সুরিয়া ২/১৯)

টিম শ্রীলঙ্কা: ১০ ওভারে ৮৪/৭ (মুনাবিয়ারা ১, চান্ডিমাল ১, রাজাপাকসে ১৩, জয়সুরিয়া ৯, রামবুকওয়েলা ১৮, হাসারাঙ্গা ৩১, সিনানায়েকে ৩, থিকসিলা ৩*; ইরফন ১/১২, ডসন ২/৬, নবী ১/৩৩, ইমরান ১/১৫, আফ্রিদি ০/১০, সোহেল ১/৫)

ফল: পাখতুনস ২৭ রানে জয়ী

ম্যাচসেরা: তামিম ইকবাল (পাখতুনস)।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :