তিন জমজ ভাইয়ের বিজয় উদযাপন

জহির রায়হান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১১:০৮

ফাহিম, ফাতিম, তানভির তিনজনের বয়স একই। তিনজনই জমজ ভাই। তিন ভাইয়ের চেহারাতে যেমন মিল আছে, তেমনি মিল আছে কাজকারবারেও। এছাড়া পোশাকও পড়েছে একই রকমের। তাই নজরটা তাদের দিকে পড়ল খুব সহজেই।

বিজয় দিবসে শনিবার সকালে জয়পুরহাটে শহীদ মিনারে বাবার সঙ্গে শ্রদ্ধা জানাতে এসেছে তিন শিশুই। এখানে কেন এসেছ জানতে চাইলে শিশু ফাহিম জানায়, ‘প্রথমে বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনেছি। স্কুলের স্যারেরাও এ বিষয়ে অনেক কিছু শুনিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস। তাই স্মৃতিসৌধে এসেছি ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।’ তার মতো অন্য দুই ভাইও একই কথা জানালো।

শিশু তিনটির বাবার নাম আসাদুজ্জামান। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। তিনি জানালেন, ‘আমার তিন ছেলে জমজ। তাদের বয়স ৭ বছর। পড়ে দ্বিতীয় শ্রেণিতে। এদের মিল এতোটাই যে বাসায় একটি কমলা থাকলেও সেটা তিনজনে মিলে ভাগ করে খাবে। তাছাড়া এক ভাই কিছু করতে অন্য দুজনই একই কাজ করার জন্য বায়না ধরবে।’

আসাদুজ্জামান জানান, পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করতে যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্পর্কে পরিচয় করিয়ে দিতেই সন্তানদের নিয়ে এসেছি, যাতে তারা মুক্তিযুদ্ধ ও আমাদের দেশের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে।

তিনি বলেন, বিজয়ের আনন্দ মূলত শিশুদের কাছে বেশি। তাদের আনন্দ দেখে খুব ভাল লাগে। অথচ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগে হয়তো কোন শিশুর এমন আনন্দের চিন্তা করার অবকাশ ছিল না।

শুধু তিন জমজ ভাই নয়, তাদের মতো আরও অনেক শিশু শহীদ মিনারে এসেছে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাতে। সূর্যোদয়ের আগেই তারা শহীদ মিনারে এসে হাজির হয়েছেন। তাদের একজন শিশু সুমাইয়া।

স্মৃতিসৌধ প্রাঙ্গণে পতাকা নিয়ে মাঠের এক প্রান্ত থেকে ও অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে সুমাইয়া। ছবি তুলতে চাইলে বলেন, ‘হ্যাঁ তুলে নেন। আজ খুশির দিন। ছবিতো তুলবেনই।’

এত সকালে কেন এসেছ জানতে চাইলে সুমাইয়া বলেন, ‘এখানে আসবো বলে সারারাত ঘুমাইনি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বাবাকে নিয়ে এসেছি।’

সুমাইয়ার সঙ্গে বিজয় আনন্দ ভাগাভাগি করতে এসেছে তার সহপাঠী তিন্নি। দুজনেই দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তিন্নি জানায়, ‘এখানে এসে অনেক ভালো লাগছে।’

শুধু শিশুরাই নয় বিজয়ের এই দিনে শত শত মানুষ জয়পুরহাট শহীদ মিনার এসে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :