মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:২৭

শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস মাদারীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে।

সকাল ৬টায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও র‌্যালির আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভা মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় আচমত আলী খান স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং সালাম গ্রহণ করেন। এছাড়া নানা সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :