বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:১৬

ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলে সকাল ১০টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে রিফাত মিয়া ও জসিম উদ্দিন নামে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রান্ত নামে অপর এক স্কুলছাত্রের বিরুদ্ধে। ঘটনার পর পরেই উপস্থিত লোকজন আহত দুই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রিফাত ইসলামিয়া সরকারি হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার ৪নং ওয়ার্ডের রতন মিয়ার ছেলে, অপর আহত জসিম রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও মুর্শিদ মিয়ার ছেলে।

ছুরিকাঘাত করা প্রান্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সানিলের শ্যালক বলে জানা গেছে। সে ময়মনসিংহ মুকুল নিকেতন স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতাল সূত্রে জানা যায়, রিফাতের বুকে ও জসিমের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ খান, অনুষ্ঠান চলাকালে সিনিয়রকে কেন বড় ভাই হিসেবে সম্বোধন করল না এ দিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :