মাতৃভূমিকে পরিচ্ছন্ন রাখতে চিরকুটের গান

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:২৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৮

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে প্রয়োজন, পরিচ্ছন্ন মনের মানুষ। গৌরব আর অহংকারের ৪৬তম এই বিজয় দিবসে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ নিয়ে এলো তাদের ক্যাম্পেইন থিম সং ‘মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিষ্কার’। গানটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট।  প্রাণপ্রিয় দেশকে পরিচ্ছন্ন রাখার আহ্বান নিয়ে তৈরি করা হয়েছে থিম সংটি। লাখো ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশের মাটিকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে গানে গানে।

বিজয় দিবসে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থিম সংটি রিলিজ করা হয়েছে।

থিম সং রিলিজ বিষয়ে রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান বলেন, ‘কতটুকু হারিয়ে, কত ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন দেশ পেয়েছি, তা আমরা সবাই জানি। আমাদের এই দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদেরই কর্তব্য। সেই লক্ষ্যে আমরা এ বছরের শুরুতে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন’ শুরু করি। সে আহ্বান নিয়েই ‘পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন’ চিরকুট-এর সহযোগিতায় থিম সংটি নিয়ে এসেছে।’

চিরকুট ব্যান্ড-এর সুমি বলেন, ‘প্রিয় মাতৃভূমিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বানে গান গাইতে পেরে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত আমরা। আশা করছি, এই গান শুনে সবাই দেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হবে এবং গানটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।”

থিম সং সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন, ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর ফেসবুক পেজ এ। ফেসবুক পেজ লিঙ্ক- https://www.facebook.com/PorichchonnoBangladesh/   

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজেড)