দেশ এখন উন্নয়নের রোল মডেল: পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘৪৭ থেকে ৭১ পর্যন্ত সাড়ে ২৩ বছর দেশকে তিলে তিলে গড়ে তুলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ দীর্ঘ ৩৭ বছর পর বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হয়েছে। এখন বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল ও এক অতুলনীয় আর পাকিস্তান জঙ্গিবাদে পরিণত হয়েছে।’

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় ইউএনও আসিফ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ওসি মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন প্রমূখ।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনেও প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :