বিএনপি-জামায়াতকে পরাজিত করার শপথ নিতে হবে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিজয় দিবসেই নতুন করে শপথ নিতে হবে, বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। যারা যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদকে সমর্থন করে, তাদের কাছে আওয়ামী লীগ পরাজিত হতে পারে না। বিএনপি-জামায়াতকে হারাতে পারলে তারা নিজেদের অবস্থান বুঝতে পারবে।’

শনিবার সকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। শেখ হাসিনা সরকার গঠন করবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা বিগত দিনে জ্বালাও-পোড়াও, হামলা-মামলার সাথে জড়িত তাদের নির্বাচনে হারানোর মধ্য দিয়েই প্রমাণ করতে হবে, এদেশে মানুষ তাদের সঙ্গে নেই। তারা মূলত দেশের উন্নয়ন চায় না বরং নিজেদের ব্যাংক-ব্যালেন্স ভারী করে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর থানার ওসি কামরুল ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী বিজয় দিবসের নানা আয়োজনে অংশ নেন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :