বাকৃবিতে বিজয় দিবসে কবিতা আবৃতি

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৬

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জাগরণে কবিতা: বিজয়ে কবিতা’ শীর্ষক কবিতা আবৃতি অনুষ্ঠান হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরের পাদদেশে সাহিত্য সংঘের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, নির্মলেন্দু গুণসহ বিভিন্ন কবির কবিতা আবৃতি করা হয়।

সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় আবৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চীদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এবং সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন। এছাড়াও সাহিত্য সংঘের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৫ টায় ডিবেটিং সংঘের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে “জাতিসংঘ ১৯৭১” শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নাট্য সংঘের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “ক্ষোভ” অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :