জামালপুরে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৫

ভুয়া ও প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ভুয়া মুক্তিযোদ্ধাদের হাতে নজরুল ইসলাম নামে একজন মুক্তিযোদ্ধা শারিরীকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিজয় দিবসের দুপুরে মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বসে পত্রিকা পড়ছিলেন। এসময় মোহাম্মদ আলীর সাথে তার ভুয়া ও প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী, আবুল হোসেন ও নাজিম উদ্দিনসহ ৪/৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষিসহ বেধড়ক মারপিট করে আহত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে আহত নজরুল ইসলামকে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা শেষে বিকালে তিনি বাড়ি ফিরে যান।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় তিনি ওইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার তামিম আল ইয়ামিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধা সংসদে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর না নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :