‘৪৬ বছর পরেও জাতি স্বাধীনতার পুরো স্বাদ পায়নি’

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮

‘দেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পার হয়ে গেলেও আজও স্বাধীনতা বিরোধীরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা করছে। সমাজের প্রতিটি অঙ্গনে রয়েছে তাদের অবস্থান। তাদের এই অবস্থানের ফলে দেশ যতটুকু এগিয়ে যাবার কথা ততটুকু এগিয়ে যায়নি। তারা এখনো বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত থাকার ফলে বিজয়ের ৪৬ বছর পরেও জাতি স্বাধীনতার পুরোপুরি স্বাদ পায়নি।’

শনিবার সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মের কাছে বেশি করে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সবার আগে দেশকে, তারপর দলকে এবং শেষে ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। কিন্তু বর্তমানে আগে ব্যক্তিকে, তারপর দলকে এবং শেষে দেশকে প্রাধান্য দেয়া হচ্ছে। যা মোটেই কাম্য নয়।’

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ফেরদৌস রহমান ও বিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলাম।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ দিক থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মডার্ন মোড় হয়ে ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের এক নং খেলার মাঠে শেষ হয়। সেখানে অস্থায়ী স্বাধীনতা স্মারকে বিভিন্ন অনুষদ, বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :