সিলেটের প্রবীণ আলেম বরকতপুরীর ইন্তেকাল

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২১:৪৬ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ২০:২১

সিলেটের প্রবীণ আলেম মাওলানা আবদুল বাসিত বরকতপুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার সন্ধ্যায় তিনি সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মাওলানা বরকতপুরী সিলেট বিভাগের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আজাদ দীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘদিনের মহাসচিব ছিলেন। সিলেট গহরপুর জামিয়া ও দরগাহ মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। তবে সারাদেশেই তাঁর পরিচিতি ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটে উপশহরে নিজের বাসায় স্টোক করলে মাওলানা আবদুল বাসিত বরকতপুরীকে নগরীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

মাওলানা বরকতপুরী পাঁচ ছেলেসহ অসংখ্য ভক্ত-অনুরাগী ও ছাত্র রেখে গেছেন।

আগামীকাল রবিবার বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে তাঁর ইন্তেকালের খবরে সিলেটের আলেম-ওলামার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অসংখ্য ছাত্র ভিড় করেছেন হাসপাতালে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :