বলে-ব্যাটে নেই সাকিব, তবে সেমিতে দল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:২৮ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:২৬

টি-১০ লিগে আজ প্লে-অফ ম্যাচে টিম শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস। তবে, এই ম্যাচে ইয়ন মরগ্যান সাকিব আল হাসানকে দিয়ে বল করাননি। পরে ব্যাটিংয়েও তাকে নামতে হয়নি।

শারজায় অনুষ্ঠিত ম্যাচটিতে টিম শ্রীলঙ্কার দেয়া ১১৩ রানের টার্গেটে ব্যাট করছিল শ্রীলঙ্কা। পাঁচ ওভার খেলা হলে বৃষ্টি নামে। ফলে, খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এসময় কেরালা কিংসের সংগ্রহ ছিল দুই উইকেট হারিয়ে ৬৭ রান। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে কেরালা কিংসের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় আট ওভারে ৯১ রান। আট উইকেট হাতে রেখে তারা জয় পায় ৬.১ ওভারে।

ইনিংস শেষে চাঁদউইক ওয়ালটন ২১ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। ১২ বল খেলে ৪০ রান করে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। এই রান করার পথে ছয়টি ছক্কা হাঁকান তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে টিম শ্রীলঙ্কা। দলের পক্ষে ২৪ বল খেলে ৩৮ রান করে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। ছয় বল খেলে ২০ রান করে অপরাজিত থাকেন রামিথ রামবুকওয়েলা। ১৬ বল খেলে ২৬ রান করেন ভানুকা রাজাপাকসে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: আট উইকেটে জয়ী কেরালা কিংস।

টিম শ্রীলঙ্কা ইনিংস: ১১২/৩ (১০ ওভার)

(দিনেশ চান্দিমাল ৩৮*, দিলশান মুনাবিরা ১৫, ভানুকা রাজাপাকসে ২৬, শিহান জয়াসুরিয়া ১, রামিথ রামবুকওয়েলা ২০*; সোহেল তানভীর ১/১৪, ওয়াহাব রিয়াজ ০/১৮, লিয়াম প্লানকেট ০/২৬, রায়াদ এমরিত ১/২২, কাইরন পোলার্ড ০/২৮)।

কেরালা কিংস ইনিংস: ৯২/২ (৬.১ ওভার)

(চাঁদউইক ওয়ালটন ৪৭*, পল স্টার্লিং ০, ইয়ন মরগ্যান ১, কাইরন পেলার্ড ৪০*; বিশ্ব ফার্নান্দো ০/২৭, অ্যাঞ্জেলো পেরেরা ১/২২, লাহিরু মাদুশানকা ০/৪, কাসুন মাদুশানকা ১/১৪, ওয়ানিদু হাসারাঙ্গা ০/১৫, শিহান মাদুশানকা ০/৬)।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :