মুশফিকের সাথে ‘অবিচার’

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কয়েকদিন আগে মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন করা হয় সাকিব আল হাসানকে। যেটা মানতে পারছেন না জাতীয় দলের সাবেক কীর্তিমান ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘এটা সত্যিই মানতে পারছি না। সে সবে মাত্র ভালো করা শুরু করল। পরিণত হতে শুরু করল এমন সময় তাকে হুট করে বাদ দেয়া এটা অবিচার। ওর অধীনে বাংলাদেশ শেষ সাত টেস্ট জিতেছে। এমন একটা সময় তাকে বাদ দেয়া আমার কাছে এটা ভালো লাগেনি।’

মুশফিকের প্রশংসা করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যদি আপনি সবগুলো প্রজন্মের মধ্যে তুলনা করেন, আমি তিনজন ক্রিকেটারকে সবার সেরা বলে বাছাই করতে পারি। প্রথমত ছিলেন রকিবুল হাসান। তারপর মিনহাজুল আবেদিন নান্নু। এরপর বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে আমি বেছে নিবো মুশফিকুর রহিমকেই।’

বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। গাঙ্গুলি-শচীনদের ভারতের বিপক্ষে শতক হাঁকানো বুলবুল এভাবে স্মৃতি রোমন্থ করেছেন, ‘আমি জানি না ওটাই আমার ক্যারিয়ারের সেরা ইনিংস কি না। তবে আমি একটা জিনিস বলতে পারি, এটা আমার জীবনের সিগনেচার ইনিংস। ঐ সময়টায় অনেকেই আমাকে সাহায্য করেছিলেন।’

‘সেই সময়কার অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় নির্বাচকদের বলেছিলেন, আমাকে প্রথম টেস্টের দলে জায়গা দেওয়া উচিৎ। সেখানে এডি বার্লো এবং আশরাফুল ভাইও ছিলেন। ঐ ইনিংস খেলার পথে যারা আমার সঙ্গী ছিলেন তাদেরও ধন্যবাদ জানাই। পাইলট, দুর্জয়, সুমন, শান্ত, তারা আমাকে ইনিংসটি খেলতে এবং রান করতে সাহায্য করেছে।’ মন্তব্য বুলবুলের।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/জেইউএম)