জুতা পলিশ ওয়ালা থেকে কামলা!

জাহাঙ্গীর বাবু
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:২৪ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:২২

জুতা পলিশ ওয়ালা থেকে কামলা!

প্রশ্ন করব না তোমায়

হে আমার লাল সবুজের পতাকা

তুমি নিরপরাধ অপরাধী আমরা।

প্রবাসী আমরা

কেউ বলে জুতা পলিশ ওয়ালা

কেউ বলে কামলা।

ভিটে বাড়ি, জমি জিরাত, মায়ের গহনা

বিক্রি করে বন্ধক রেখে

স্ত্রী সন্তান প্রিয়জনের মায়া ছেড়ে

প্রবাসে পাড়ি দেই আমরা

কেউ বলে জুতা পলিশ ওয়ালা

কেউ বলে কামলা।

রেমিটেন্সের চাকা ঘুরছে

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

অর্থনীতির চাকার ঊর্ধ্বগতিতে আমরা

কেউ বলে জুতা পলিশ ওয়ালা

কেউ বলে কামলা।

প্রশ্ন করব না তোমায়

হে আমার লাল সবুজের পতাকা

তুমি নিরপরাধ অপরাধী আমরা।

কেন এলাম প্রবাসে?

প্রশ্ন করব না হে তথাকথিত স্বাধীনতা

এ যে ত্রিশ লক্ষ শহীদের রক্ত

হাজারো মা বোনের সম্ভ্রমে পাওয়া স্বাধীনতা!

প্রাপ্তি আমাদের, অর্জন আমাদের

তোমাদের দেয়া উপহার

ঘাম নয় রক্তের বিনিময়ে পাওয়া পদবি

অশ্রু জলে বুক ভাসানো একাকিত্বের পুরস্কার

লাল সবুজের পতাকা তোমায় সালাম

সালাম তোমাদের, যারা টেবিল চাপড়িয়ে

স্পিকার ফাটিয়ে অহংকার করে বলো

দেশ এগিয়ে যাচ্ছে তোমাদের অবদানে!

প্রবাসীরা উচ্ছিষ্ট তোমাদের কাছে

যখন যা মুখে আসে বলে যাচ্ছো

কেউ বলছো জুতা পলিশ ওয়ালা

কেউ বলছো কামলা!

সতের কোটি দেশবাসীর কাছে

প্রশ্ন করবো না, কী অপরাধ আমাদের

আমরা তোমাদের চোখে জুতা পলিশ ওয়ালা কামলা!

আজকাল আগের মতো লেখা প্রকাশ করে না

পাছে তথ্য প্রযুক্তি আইনে পত্রিকা বন্ধ হয়

মানুষ আছে নাকি এখন, পাথর হয়ে গেছে সব

প্রতিবাদের মুখে শেকল পড়িয়েছে টিকে থাকা, বেঁচে থাকা।

প্রবাসীরা আজ জুতা পলিশ ওয়ালা কামলা!

প্রশ্ন করব না তোমায়

হে আমার লাল সবুজের পতাকা

তুমি নিরপরাধ অপরাধী আমরা।

লেখক: সিঙ্গাপুর প্রবাসী

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :