পাঁচ মাস ধরে হাসপাতালে বাহরাইন প্রবাসীর লাশ

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:২০

চলতি বছরের জুলাই মাসে বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মারা যান কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা আলম। মৃত্যুর পর প্রায় পাঁচ মাস গত হলেও মরদেহ বাংলাদেশে আসেনি। কারণ পরিবার ও বাড়ির সঠিক ঠিকানা না থাকায় দূতাবাস থেকেও যোগাযোগ করতে পারছে না বলে জানা গেছে।

আলম বাহরাইনের ইশা টাউন জিদ-আলিতে একটি ফার্নিচার দোকানে কাজ করতেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানে তার নামের পাশে ঠিকানায় কুমিল্লার দাউদকান্দি লেখা রয়েছে।

নোয়াখালীর বাসিন্দা আলমের পাশের রুমমেট ফিরোজ বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ‘আলম ভাই আমার পাশের রুমে থাকতেন। চার বছর এক সাথে ছিলাম। আলম ভাই ফ্রি ভিসায় ১০ বছর আগে বাহরাইন আসেন। তিনি তার বাড়ি দাউদকান্দি উপজেলায় বলেছিলেন। আমি শুনেছি তার মরদেহ বাহরাইনের কিং হামাদ হাসপাতালে রয়েছে। উনার আত্মীয়-স্বজন কারো ঠিকানা না থাকায় মরদেহ পাঠানোরব্যবস্থা করতে পারছে না বাংলাদেশ দূতাবাস।’

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :