সম্পত্তি নিয়ে বিবাদে দিলীপ কুমার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:০৫

দীর্ঘদিন ধরেই পালি হিলের বিলাসবহুল এক বাংলোতে বসবাস করছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানু। রেকর্ড আটটি ফিল্ম ফেয়ার পুরস্কার জেতা প্রবীণ এ অভিনেতা সম্প্রতি প্রভাবশালী এক প্রমোটারের সঙ্গে ওই বাংলোর মালিকানা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন।

সর্বভারতীয় এক ইংরেজী সংবাদপত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠি লেখেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু৷ গত বুধবার লেখা চিঠিতে তিনি সামির বোজওয়ানি নামের ওই প্রমোটারের বিরুদ্ধে অবৈধভাবে পালি হিলের সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ তোলেন।

সায়রা বানু বলেন, ‘বোজওয়ানি আমাদের হেনস্থা করছেন৷ তার প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যের উপর৷ তিনি খুব ভালো করেই জানেন, দিলীপ কুমারের বয়স ৯৪। এই বয়সে তিনি এত চাপ নিতে পারছেন না। ওই প্রমোটার খুব প্রভাবশালী।’

এদিকে অভিযুক্ত প্রমোটার সামির ভোজওয়ানি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে ওই সম্পত্তির আসল দাবিদার জানিয়ে বলেন, ‘দিলীপ কুমার ভাড়াটে মাত্র। ১৯৫৩ সাল থেকে তিনি ওই বাংলোতে আছেন। ১৯৮৬ সালে আমার বাবা ওই সম্পত্তি কিনে নেন। তখন অভিনেতা হয়ে যান লিজ হোল্ডার। বাবার মৃত্যুর পর এখন আমি ওই সম্পত্তির মালিক।’

ভারতীয় মিডিয়ার খবর বলছে, পালি হিলের কাছে প্রায় হাফ একর জমির উপর ওই বাংলোটি নির্মিত। বর্তমানে যার বাজার মূল্য ২৫০ কোটি টাকা। ১৯২০ সালে বাংলোটি তৈরি করা হয়। কিন্তু ২০০৮ সালে সেটি পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়।

এ ব্যাপারে প্রমোটার বোজওয়ানির অভিযোগ, ‘অভিনেতা দিলীপ কুমার লিজের চুক্তি ভঙ্গ করে বাংলোটি নতুন করে তৈরির জন্য অন্য এক প্রমোটারের সঙ্গে চুক্তি করেন। যদিও ওই নতুন প্রমোটারের সঙ্গে মনোমালিন্যের জেরে পরে তিনি ওই প্রজেক্ট থেকে সরে আসেন।’

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :