মিরপুরে জঙ্গি আস্তানার মামলায় প্রতিবেদন দেয়নি পুলিশ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২

রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমানবাড়ির জঙ্গি আস্তানায় বিস্ফোরণের মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১৮ জানুয়ারি ধার্য করেছে আদালত।

রবিবার পুলিশ প্রতিবেদন না পাঠানোয় ঢাকার অতিরিক্ত মুখ্য হানগর হাকিম জসিম উদ্দিন নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর র‌্যাব-৪ এর উপসহকারী পরিচালক (ডিএবি) হারুন অর রশিদ বাদী হয়ে দারুসসালাম থানায় মামলাটি করেন।

মামলায় বলা হয়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটক দুই সহোদর হলেন মাসুদ ও খোকন। ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত থেকে মিরপুরের দারুসসালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

দিনভর আহ্বানের পর সন্ধ্যা নাগাদ জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হয়। পরে তারা রাত পৌনে ১০টার দিকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে আস্তানায় আগুন ধরে যায়। ওই দিন অভিযান স্থগিত রাখে র‌্যাব। রাতে গোলাগুলির আওয়াজও শোনা যায়। এরপর পরের দিন সকালে র‌্যাব জঙ্গি আস্তানায় অভিযান শুরু করলে প্রথমে তিনটিসহ মোট সাতটি মরদেহ পাওয়া যায়।

প্রায় ১০০ ঘণ্টা ওই জঙ্গি আস্তানার অভিযান চালিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। র‌্যাব উদ্ধার অভিযানের সময় ওই জঙ্গি আস্তানা থেকে ১৭টি শক্তিশালী বোমা, ৩০টি ইম্প্রুভাইজড হ্যান্ড গ্রেনেড, ৫০টি কেমিকেল বোমা, ১৫ কেজির মতো স্প্লিন্টার, ১০ কেজি গান পাউডার, তিন কেজি সালফার, নয়টি খালি কেস, ১৫ থেকে ২০ কেজি চারকোল, অসংখ্য সার্কিট, এক কন্টেইনার এসিড, তরল দাহ্য পদার্থ ১১ কন্টেইনার, ধারালো অস্ত্র ৬১টি ও দুইটি মাস্ক উদ্ধার করে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :