বেনাপোলে পাঁচ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক অনুদান

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:১৩

বেনাপোল কাস্টমস হাউস পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছে।

আজ রবিবার সকালে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এসব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী ৫ জন দুঃস্থ, পা হারানো বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট দেন। এছাড়াও তাদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে অর্থিক অনুদান তুলে দেন। পরে কাস্টমস জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরষে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমসর যুগ্ম কমিশনার এহসানুল হক, ডেপুটি কমিশনার মারুফুর রহমান, ও ডিসি সাকিলা পারভীন ও শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কোরবান আলী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :