স্পেন আ.লীগের ‘বিতর্কিত’ সম্পাদককে গণপিটুনি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:১০

স্পেন আওয়ামী লীগের নবগঠিত ‘বিতর্কিত’ কমিটির সাধারণ সম্পাদক রিজভি আলমকে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্পেনে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি। শনিবার স্পেনের মাদ্রিদ দূতাবাস অফিসে বিজয় দিবসের অনুষ্ঠান চলার সময়ে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদ্রিদে বসবাসরত রিজভি আলম মূলত একজন ব্যবসায়ী। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয় প্রবাসীদের। দূতাবাস থেকে পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র করে দেবার নাম করে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন এই রিজভি। অনেকের কাজ করে দিতে না পারায় শনিবার দূতাবাসের অনুষ্ঠানে রিজভিকে পেয়ে অনেকেই টাকা ফেরত চান এবং তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গণপিটুনির শিকার হন রিজভি আলম।

রিজভি আলম হাসপাতালে থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার সমর্থকরা জানান, সর্বইউরোপিয়ান আ'লীগের সাধারণ সম্পাদক এম এ গনি ঘোষিত স্পেন আ'লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করায় মেয়াদ উত্তীর্ণ কমিটির লোকজন সুপরিকল্পিতভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রিজভিকে।

স্পেন আ'লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই বর্তমানে দেশে থাকায় তাদের মতামত জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :