স্থানীয় সরকারের উদ্যোগে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ২০:৩৮

রাজধানীর আগারগাঁও এলজিইডি সদর দপ্তর চত্বরে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, ঢাকা ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ অন্যান্য দপ্তর ও সংস্থা অংশ নেয়। মেলায় মোট ১৯টি স্টল স্থান পায়। এসব স্টলে সংশ্লিষ্ট সংস্থা ও প্রকল্প নিজ নিজ কার্যক্রম তুলে ধরে।

মেলার উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

উদ্ধোধনী অনুষ্ঠানে আবদুল মালেক বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রতিটি দপ্তর ও সংস্থা জনগণের সেবায় সরাসরি নিযুক্ত। এ প্রতিষ্ঠানগুলো দিন দিন সেবার মাধ্যমে জনগণের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তাদের কাজের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। অবকাঠামো উন্নয়নে এলজিইডির কর্মকাণ্ড এখন বিশ্বের অনেক দেশে অনুসরণ করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এসও/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :