উন্নয়ন কথামালায়, মানুষ মুক্তি চায়: খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২১:২৫ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৮

বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নের দাবিকে কথামালা হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ প্রকৃতপক্ষে নিদারুণ কষ্টে আছে দাবি করে তিনি বলেছেন, এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে মানুষ।

রবিবার এক টুইট বার্তায় বিএনপির নেত্রী এ কথা বলেন। দেশের পাঁচ কোটির বেশি মানুষ খাদ্য সংকটে আছে বলেও দাবি করেন তিনি।

ওই টুইট বার্তায় বিএনপি নেত্রী বন্যার সময় ত্রাণ বিতরণের জন্য জড়ো হওয়া মানুষের একটি ছবিও প্রকাশ করেন।

২০১৬ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়া টুইটারে অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকে নানা সময় তিনি বিভিন্ন বিষয়ে নানা বার্তা দেন।

চলতি বছর এপ্রিল এবং জুনে বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ফসলহানির পর চালের দাম হঠাৎ বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে সবজির দাম। সম্প্রতি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে।

পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন ১৪ দলের বৈঠকেও উদ্বেগ জানিয়ে কোনো ধরনের কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অন্যদিকে গত বুধবার বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ করেছে।

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ।’

‘গত এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন’ এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমসায় আসার পর দেশের অবকাঠামো, বিদ্যুৎ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে ব্যাপক উন্নয়নের দাবি করছে সরকার। আর বছরে দুই শতাংশ হারে দারিদ্র্যবিমোচন হচ্ছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :