ধাওয়ানের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৯

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আট উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ভারত। এই জয়ের ফলে তারা সিরিজটি জিতে নিল ২-১ ব্যবধানে। ভারতের এটি টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়।

রবিবার বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ২১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ওপেনার শিখর ধাওয়ান। ৬৫ রান করে আউট হন শ্রেয়াস আয়ার। আর ২৬ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। শ্রীলঙ্কার পক্ষে আকিলা ধনঞ্জয়া ১টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ২১৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। দলের পক্ষে ওপেনার উপুল থারাঙ্গা ৯৫ রান করে আউট হন। এছাড়া আরও কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন সাদিরা সামারাবিকরামা। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি, হার্দিক পান্ডিয়া ২টি, কুলদ্বীপ যাদব ৩টি ও যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নেন।

এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। কুটাকে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। ইন্দোরে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। মুম্বাইয়ে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

সংক্ষিপ্ত স্কোর

ফল: আট উইকেটে জয়ী ভারত।

শ্রীলঙ্কা ইনিংস: ২১৫ (৪৪.৫ ওভার)

(দানুশকা গুনাথিলাকা ১৩, উপুল থারাঙ্গা ৯৫, সাদিরা সামারাবিকরামা ৪২, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৭, নিরোশান ডিকওয়েলা ৭, আসেলা গুনারত্নে ১৭, থিসারা পেরেরা ৬, সাচিথ পাথিরানা ৭, আকিলা ধনঞ্জয়া ১, সুরঙ্গা লাকমল ১, নুয়ান প্রদ্বীপ ০*; ভুবনেশ্বর কুমার ১/৩৫, জ্যাসপ্রীত বুমরাহ ১/৩৯, হার্দিক পান্ডিয়া ২/৪৯, কুলদ্বীপ ৩/৪২, যুজবেন্দ্র চাহাল ৩/৪৬)।

ভারত ইনিংস: ২১৯/২ (৩২.১ ওভার)

(রোহিত শর্মা ৭, শিখর ধাওয়ান ১০০*, শ্রেয়াস আয়ার ৬৫, দিনেশ কার্তিক ২৬*; সুরঙ্গা লাকমল ০/২০, আকিলা ধনঞ্জয়া ১/৫৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ০/৩০, সাচিথ পাথিরানা ০/৩৩, নুয়ান প্রদ্বীপ ০/১০, থিসারা পেরেরা ১/২৫, আসেলা গুনারত্নে ০/৩০, দানুশকা গুনাথিলাকা ০/১২)।

সিরিজের ফল: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ভারত।

প্লেয়ার অব দ্য ম্যাচ: কুলদ্বীপ যাদব (ভারত)।

প্লেয়ার অব দ্য সিরিজ: শিখর ধাওয়ান (ভারত)।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মেসিদের লিগে মাঠে ‘অভিনয় করা’ ফুটবলারদের জন্য দুঃসংবাদ

অলিম্পিকের জন্য নতুন রূপে সাজছে ঐতিহ্যের শহর প্যারিস

চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

এই বিভাগের সব খবর

শিরোনাম :