মরগ্যানের হাফ সেঞ্চুরিতে ফাইনালে সাকিবরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৪ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ২১:৫১

টি-টেন লিগের প্রথম সেমিফাইনালে মারাঠা অ্যারাবিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস। রাত পৌঁনে দশটায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। ওই ম্যাচে পাঞ্জাবি লেজেন্ডসের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পাখতুনস। ম্যাচটিতে যারা জিতবে ফাইনালে তাদের মুখোমুখি হবে কেরালা কিংস। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

রবিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মারাঠা অ্যারাবিয়ান্সের দেয়া ৯৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কেরালা কিংস। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক ইয়ন মরগ্যান। ৩২ বল খেলে ৫৩ রান করে আউট হন তিনি। ১২ বল খেলে ১৭ রান করেন পল স্টার্লিং। পাঁচ বল খেলে ১৬ রান করেন চাঁদউইক ওয়ালটন। এই ম্যাচ সাকিব আল হাসানকে দিয়ে বল করাননি অধিনায়ক ইয়ন মরগ্যান। পরে ব্যাটিংয়ে নেমে তিনি কোনও বল না খেলে রান আউট হয়ে ফিরে যান। মারাঠা অ্যারাবিয়ান্সের পক্ষে ইমাদ ওয়াসিম ১টি, মোহাম্মদ সামি ১টি ও জহুর খান ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে নয় উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে মারাঠা অ্যারাবিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ডোয়াইন ব্রাভো। কেরালা কিংসের পক্ষে সোহেল তানভীর ৩টি, লিয়াম প্লানকেট ২টি, ওয়াহাব রিয়াজ ১টি, রায়াদ এমরিত ২টি ও কাইরন পোরার্ড ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: পাঁচ উইকেটে জয়ী কেরালা কিংস।

মারাঠা অ্যারাবিয়ান্স ইনিংস: ৯৭/৯ (১০ ওভার)

(কামরান আকমল ৯, আলেক্স হেলস ০, রিলি রুশো ৫, রস হোয়াইটলি ৬, আসঘার স্টানিকজাই ০, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে ২, ডোয়াইন ব্রাভো ২৭, ইমাদ ওয়াসিম ১৮, মোহাম্মদ সামি ১৩, মোহাম্মদ আমির ৬*, জহুর খান ০*; সোহেল তানভীর ৩/১২, লিয়াম প্লানকেট ২/২৮, ওয়াহাব রিয়াজ ১/৮, রায়াদ এমরিত ২/১৬, কাইরন পোলার্ড ১/২৯)।

কেরালা কিংস ইনিংস: ৯৮/৫ (৯.১ ওভার)

(চাঁদউইক ওয়ালটন ১৬, পল স্টার্লিং ১৭, ইয়ন মরগ্যান ৫৩, নিকোলাস পুরান ১*, কাইরন পোলার্ড ০, সাকিব আল হাসান ০, রোহান মোস্তফা ৪*; ইমাদ ওয়াসিম ১/১৭, মোহাম্মদ সামি ১/২৪, মোহাম্মদ আমির ০/২৬, ডোয়াইন ব্রাভো ০/৯, জহুর খান ১/১৪, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে ০/৪)।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :