‘নৌকায় ভোট দিয়ে প্রমাণ দিন আপনারা উন্নয়নের পক্ষে’

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৭, ১০:৫৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:০২

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

জমে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটারদের বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা। ভোট চাইছেন। হচ্ছে নির্বাচনী সভাও। 

ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা, জনসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে আছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক। এই প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তুলে ধরছেন সরকারে উন্নয়ন কাজের তথ্য।

নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ ও নিয়মিত প্রচারণা চালাচ্ছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী সভায় সব সময়ই পাওয়া যাচ্ছে তাকে। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত গোপালপুর ইউনিয়নের মালিডাঙ্গা ও পাড়াগ্রামে নৌকার পক্ষে একাধিক সভা এবং উঠোন বৈঠকে যোগ দিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ বিশিষ্টজনরাও সঙ্গে ছিলেন তার।

মালিডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আরিফুর রহমান দোলন বলেন, ‘উন্নয়নের জন্য ভোট চাই। উন্নয়নের প্রতীক নৌকা। আগামী ২৮ ডিসেম্বর নৌকার পক্ষে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন যে, আপনারা উন্নয়নের পক্ষে।’ তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা পছন্দ করে গোপালপুর ইউনিয়নে যে প্রার্থী দিয়েছেন তাকে আমরা বিজয়ী করতে পারলে আগামীতে আরও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাছে যাওয়া যাবে।’

পরে পাড়াগ্রামে আবুল বাশারের বাড়িতে আয়োজিত নির্বাচনী সভায় কৃষক লীগ নেতা আরিফুর রহমান দোলন বলেন, ‘মানুষকে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে হবে। বর্তমান সরকার সারা দেশে যে উন্নয়ন করছে সে তুলনায় প্রচার কম। আমরা যদি মানুষের কাছে এই তথ্যগুলো তুলে ধরতে পারি তাহলে আগামীতেও জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার জয় হবে।’

পাড়াগ্রামে অলিয়ার রহমানের বাড়ির উঠোনে আয়োজিত এক সভায় কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘অতীতে আলফাডাঙ্গা অনেক উন্নয়ন বঞ্চিত থেকেছে। আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। এখন আলফাডাঙ্গার উন্নয়নে অনেক কাজ হচ্ছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পছন্দের প্রার্থী ইনামুল হাসানকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাহলেই এই অঞ্চলে আরও বেশি করে উন্নয়ন করা সম্ভব হবে। তা না হলে উন্নয়ন করা সম্ভব হবে না।’

মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, পাড়াগ্রাম ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু বকর, সমাজ সেবক নূরুল ইসলাম লিটন, উইনিয়ন আওয়ামী লীগ নেতা, হাসমত আলী কাজল, ব্যবসায়ী নেতা ইব্রাহিম হোসেন, অলিয়ার রহমান, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. মনিরুল ইসলাম প্রমুখ। 

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)