মাদারীপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ গুলিবিদ্ধ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ১২:৩৯

মাদারীপুরে পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার ভোররাতে ডাসার থানার পুলিশের সাথে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদে ডাসার থানা পুলিশ জানতে পায় সোমবার রাত দুইটার দিকে কালকিনি উপজেলার ধুয়াসার এলাকায় ডাকাতি হচ্ছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। তবে ডাকাতরা আগে টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে। এসময় একজন ইটেরপুল-পাথুরিয়ারপাড় সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করে। ওই লোক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্দেহভাজন ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আটককৃত ব্যক্তি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তালাতুলি গ্রামের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আলী মোহম (৪০)।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ডাসার থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার পায়ে একটি গুলি লেগেছে। বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :