সাত দিন ধরে নিখোঁজ মির্জাপুরের রুবেল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৬ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৫

শ্যালককে ঢাকা বিমানবন্দরে এগিয়ে দিতে গিয়ে গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের রুবেল ওরফে রবিউল (৪৪)। ১২ ডিসেম্বর সন্ধ্যায় শ্যালক বিদেশ চলে গেলেও রুবেল আর বাড়ি ফেরেনি। ওই দিন সন্ধার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার (০১৭০০৯৪৭৩৩৭) বন্ধ রয়েছে।

রুবেলের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামে। তার বাবার নাম মৃত লাল মিয়া। এ ব্যাপারে রুবেলের চাচাতো ভাই ফারুক হোসেন শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর রুবেল তার শ্যালক ফরহাদ হোসেনকে মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে এগিয়ে দিতে যান। সন্ধ্যায় শ্যালক ফরহাদ হোসেন মালয়েশিয়া চলে গেলেও রুবেল আর বাড়ি ফেরেননি। রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হলেও কোথাও তার সন্ধান মেলেনি।

এদিকে গত সাত দিন ধরে রুবেলের কোনো খোঁজ না পাওয়ায় তার স্ত্রী, সন্তানরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। রুবেলের একমাত্র ছেলে আলমগীর হোসেন আফ্রিকা প্রবাসী। বাবা নিখোঁজ হওয়ার খবর পেয়ে সেখানে তিনিও চিন্তায় দিনাতিপাত করছেন।

রুবেলের চাচা আন্নাস আলী বলেন, রুবেল সাদাসিদে মানুষ। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাঁর নিখোঁজ হওয়ার কোনো কারণ তারা খোঁজে পাচ্ছেন না বলে জানান।

এ ব্যাপারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, এ বিষয়ে গুরুত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :