ফরিদপুরে যুব গেমসের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ও ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের যুব ও তরুণ সমাজকে বিপদগামীর পথ থেকে ফিরিয়ে আনতে এই যুব গেমস সহায়ক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রতিটি পরিবার তার সন্তানকে সঠিক পথে চলতে মূল ভূমিকা রাখতে পারে। সেই জন্য প্রত্যেক অভিভাবককে আগের চেয়ে এখন বেশি করে নিজ সন্তানের প্রতি সচেতন হতে হবে। তবেই আমরা আমাদের তরুণ ও যুব সমাজ আলোর পথে এগিয়ে যেতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ জামাল স্টেডিয়াম ও রাজেন্দ্র কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :