বরিশালে কালী মন্দিরের স্বর্ণালঙ্কার চুরি

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:০২
ফাইল ছবি

বরিশালে মন্দিরে গেট ও তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। নগরীর কালীবাড়ি রোডের শ্রী শ্রী পাষাণময়ী কালিমাতার মন্দিরে রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

দুপুরে মন্দিরের পুরহিত মন্দিরে আসলে বিষয়টি দেখতে পায়। পরে পুলিশ এসে খোঁজ নেয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে নারু জানান, তারা সিসি ক্যামেরায় দেখতে পেয়েছে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। তারা একটি সিসি ক্যামেরাও নষ্ট করেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্দির সূত্রে জানা গেছে, কালী প্রতিমার রুপার চূড়া, রাম দা একটি, সোনার চেইন তিনটি, রুপার চেইন দুটি, সোনার চোখ ছয়টি, রুপার বালা চারটি, কপালের টিপ একটি ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায় চোর চক্রটি।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. মামুন হোসেন জানান, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :