রিয়াদে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সৌদি আরব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ২০:০৪

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এক সড়ক দুর্ঘটনায় ফারহান ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

১৬ ডিসেম্বর ওই স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে বিদ্যালয়টির সামনে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ফারহান। সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের সৌদি প্রবাসী ব্যবসায়ী শেখ শিপন আহমেদের সন্তান।

সম্প্রতি দেশ থেকে পরিবারের সঙ্গে সৌদি আসে ফরহান। বাংলা স্কুলে ভর্তি হতে ফরম পূরণ ও বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে খালার সাথে এসে নিহত হয় এই কিশোর। রবিবার তার স্কুলটিতে ভর্তি হবার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুমুখো যান চলাচলের এই সড়কটি পারাপারের সময় দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ও স্কুলে আসা অন্যান্য বাংলাদেশি ছাত্র অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে এসে ফরহানকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়।

তার লাশ উদ্ধার করে পুলিশ রিয়াদ সমিচি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সৌদি আরবে দাফন করা হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :