পর্তুগালে বিজয় দিবসের আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৭, ২২:২২

লিসবনে সেভ বাংলাদেশ পর্তুগালের উদ্যোগে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার লিসবনের বাংলা জোন নামক খ্যাত মারতিম মনিজস্থ ঐতিহ্যবাহী কাজা দো কবিলা হলরুমে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আজ বিজয় দিবস পালিত হচ্ছে ঠিকই, কিন্তু বিজয়ের মূল চেতনা আজ অনুপস্থিত। অগণতান্ত্রিক স্বৈরতন্ত্র আজ জাতির উপর চেপে বসেছে বলে দাবি করেন বক্তারা।

সেভ বাংলাদেশ পর্তুগালের সিনিয়র যুগ্ম আহবায়ক কমিউনিটি নেতা তাহের আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিজানুর রহমানের উপস্থাপনায় এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- প্রবীন কমিউনিটি নেতা ও পর্তুগাল বিএনপির সভাপতি ওলিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সেভ বাংলাদেশ পর্তুগালের সাবেক আহবায়ক ব্যবসায়ী আব্দুস সামাদ, পর্তুগাল বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন, সুনামগঞ্জ সমিতির সভাপতি জাহির আলী, সেভ বাংলাদেশের যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, মাহবুব সুয়েদ, মোশাররাফ হোসেন, শাহিদ হাসান, কামরুল আলী, আলাউদ্দিন, আলী হায়দার মাহবুব, মোজাহিদুল ইসলাম বাবলু, জাভেদ সরকার, আমিরুল হক, আব্দুস সালাম, আসাদ উল্লাহ, আব্দুস সালাম প্রমুখ।

এছাড়া সভায় ছিলেন- প্রবীন কমিউনিটি নেতা মো. আলম মিয়া, সেভ বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ জোবায়ের মিয়া, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আমির সুহেল, খালেদ মিনহাজ, মঞ্জুরুল জিন্নাহ, সুমন আহমদ, সাইফুল হকসহ সেভ বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভার শুরুতে কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মোস্তাফিজুর রহমান ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করেন মাওলানা ইবরাহিম মোল্লা।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :