চট্টগ্রামে কুলখানিতে পদদলনের ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় রীমা কমিউনিটির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে মহানগর ডিবি পুলিশ। তারাও দুর্ঘটনার কারণ তদন্ত করবে। পদদলিত হয়ে হতাহতের ঘটনায় রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওই কমিউনিটি সেন্টারে কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত হন শতাধিক।

কুলখানি উপলক্ষে নগরীর ১১টি কমিউনিটি সেন্টারে সোমবার মেজবানের আয়োজন করে মহিউদ্দিন চৌধুরীর পরিবার। তার মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের জন্য আয়োজন করা হয়েছিল।

ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা