‘সাংবাদিকদের কমিটমেন্ট থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৫

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, ‘একজন ভালো একজন সাংবাদিক হতে গেলে তার পেশার প্রতি কমিউটমেন্ট থাকতে হবে। এই কমিটমেন্ট তার নিজের জন্য। ভালো কিছু করার জন্য।’

মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত সাংবাদিকতায় তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহ আলমগীর বলেন ‘সাংবাদিকদের কলম ছুরির চেয়েও বেশি ক্ষুরধার। একটি কলমের খোঁচায় একজন ব্যক্তির সারা জীবনের অর্জন নষ্ট হতে পারে। তাই সাংবাদিকদের তথ্য পরিবেশনের আগে চিন্তা করতে হবে এই সংবাদ কতটা বস্তুনিষ্ঠ ‘

তরুণ সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ। এই পথে শত প্রলোভন। সাংবাদিকরা এই প্রলোভনে পা দিলে সে তার কমিটমেন্ট রাখতে পারবে না। সেজন্য বুঝেশুনে এই পেশায় আসতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. মফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশের প্রথিতযশা সাংবাদিকদের বেশির ভাগেরই সাংবাদিকতায় প্রতিষ্ঠানিক ডিগ্রি ছিল না। তারা কাজ করতে করতেই শিখেছেন। কিন্তু এখন সাংবাদিকতা অ্যাকাডেমিক বিষয়েও যুক্ত হয়েছে। তাই আমি বলবো যারা প্রতিষ্ঠানিকভাবে শিখে সাংবাদিকতায় এসেছেন তারা দ্রুত সফল হতে পারেন।’

পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ারা বেগম এবং পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য স্বপন সাহা।

অনুষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে নেয়া হয়ে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনকারী গণমাধ্যমকর্মীদের নিয়ে ১৭ ডিসেম্বর থেকে দ্বিতীয় বারের মত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। পিআইবি এই ধরনের আরও ৯৮টি কোর্সের আয়োজন করবে। এসব কোর্সে অংশ নেয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়:

http://www.pib.gov.bd/

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :