মেয়র আনিসের নামে ফাউন্ডেশন করার ঘোষণা স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৯ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের নামে একটি ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী রুবানা হক। এই ফাউন্ডেশন থেকে মিডিয়া, শিক্ষা ও উদ্যোক্তা এই তিন ক্যাটাগরিতে স্কলারশিপ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকালে আনিসুল হক স্মরণে আয়োজিত একটি স্মরণসভায় রুবানা হক এই কথা জানান। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এই স্মরণসভা ও দোয়া মাহফিলে আয়োজন করে। আনিসুল হক এই সংগঠনটির সাবেক সভাপতি।

স্বামীর স্মৃতিচারণ করে রুবানা হক বলেন, ‘কপালি মানুষ কপাল নিয়ে চলে গেছেন। সেটা শুধু একটি কারণে তা হলো মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেই জায়গাটা করে দিয়েছেন। তিনি যদি সরকারে না থাকতেন তাহলে এতো মানুষের ভালোভাসা নিয়ে বিদায় নিতে পারতেন না। কাজেই আমরা আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

রুবানা বলেন, ‘আনিস কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে। আল্লাহ তাকে তার সময় মতো নিয়ে গেছেন। আমাদেরকে তিনি শূন্য করে দিয়ে গেছেন, কিন্তু তিনি খুব সুন্দরভাবে গেছেন।’

এসময় রুবানা হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপনারা আনিসের জন্য দোয়া করবেন। আমি কখনো প্রশ্ন করিনি আল্লাহ তাকে কেন নিয়ে গেছেন। আমি জানি যেভাবে গেছেন এভাবে যাওয়ার জন্য কপাল লাগে। মৃত্যু খুব সহজ। চার মাস আমরা যুদ্ধ করেছি। উনি কিছুই টের পাননি। উনি ঘুমিয়েছিলেন। শুধু একদিন জেগেছিলেন। কষ্ট আমার হয়েছে, উনার হয়নি। বেঁচে থাকাটা কঠিন। আমরা যেন সবাই সুন্দরভাবে বেচে থাকি।’

রুবানা বলেন, ‘আমরা নানাজন নানা দল করি। এতে আনিসের কিছুই যেতো আসতো না। তিনি সবাইকে অন্তর দিয়ে ভালোবেসেছেন। আমাকে এবং আমার সন্তানদের শিখিয়েছেন সংকীর্ণ না হতে। উদার হতে। আমরা বার বার বলেছি আনিস ফেরত আসবেন। আমার স্থির বিশ্বাস এমন সহস্র আনিস বাংলাদেশে আসবে।’

ফাউন্ডেশন করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ছোট্ট একটি ফাউন্ডেশন করছি আনিসের জন্য, আনিসুল হক ফাউন্ডেশন। আমরা মিডিয়া, শিক্ষা ও উদ্যোক্তা এ ধরনের কয়েকটি ফিল্ডে স্কলারশিপ দেব। যাতে করে বারবার আমরা আনিসকে স্মরণ করতে পারি। এরকম অনেক আনিস যেন আসে। আমরা আশায় আছি, অপেক্ষায় আছি তিনি আসবেন। আমাদের মাঝে কোনো না কোনো ফর্মে ফিরে আসবেন।’

স্মরণসভা ও দোয়া মাহফিলে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক/প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :