‘ব্যবসায়ীরা রাজনীতিতেও ভালো বুঝিয়েছেন আনিসুল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩৯

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে কীভাবে কাজ করতে হয় তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন মেয়র আনিসুল হক। ব্যবসায়ীরা যে ভালো রাজনীতিবিদও হতে পারেন তাও বুঝিয়ে গেছেন তিনি।’ তাই দেশের উন্নয়নে আনিসুল হকের আদর্শ ধারণ করে আরও অনেক আনিসুল হক তৈরি করতে হবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে আয়োজিত সভা ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আনিসুল হকে স্বজন, বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতি ও এফবিসিসিআইর সভাপতিসহ তৈরি পোশাক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ঢাকার উত্তরা এলাকার রাস্তা ও পরিবেশের এত উন্নয়ন হয়েছে যে, সেখানে গেলে টের পাওয়া যায় উন্নয়নে কতটা ভূমিকা রেখেছিলেন আনিসুল।’

সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, ‘শুধু ব্যবসা নয়, সব ক্ষেত্রেই তিনি ছিলেন সফল। সে হিসেবে আমরা একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালাম। তার মুখে কখনো শুনিনি কোনো কাজ অসম্ভব। সাহসী ও দৃঢ় লোক ছিলেন তিনি। তিনি ছিলেন কর্মময়।’

আনিসুল হক রাজনৈতিক বিভাজনে বিশ্বাসী ছিলেন না, সব দলের লোকের সাথে তার সখ্য ছিল বলে উল্লেখ করেন সাবেক সভাপতি ও এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ।

‘আনিসুল হক ছিলেন একটি ইনস্টিটিউশন’ এমন মন্তব্য করে বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শিদী বলেন, ‘জীবনটা একটা ট্রানজিট। কিন্তু আনিসুল এত স্বল্প সময়ের জন্য আসবেন বুঝতে পারিনি। নির্বাচনের সময় তিনি অনেক কথা বলেছেন। কিন্তু সেসব কীভাবে বাস্তবায়ন হবে আমরা বুঝতে পারিনি। আজ আনিস নেই। কিন্তু তার প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান।’

বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পছন্দ করতেন খালেদা জিয়াও তাকে পছন্দ করতেন। একজন মানুষকে দুইজন এভাবে পছন্দের নজির কম।’

আনিসুল হকের নামে রাজধানীতে একটি সড়কের নামকরণ করার আহ্বান জানিয়ে সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, ‘জাতীয় পতাকা বুকে ধারণ করে যাওয়ার ভাগ্য সবার হয় না। আনিস সেটা পেরেছেন।’

অনুষ্ঠান শেষে আনিসুল হকের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :