ভোলা থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন দিনের আয়োজন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৫

ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ভোলা থিয়েটারে’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য থিয়েটার উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন।

ভোলা থিয়েটারের সভাপতি নাছির লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদ অতনু করঞ্জাই, জীবন পূরাণ আবৃতি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না প্রমুখ।

উৎসব চলবে ১৯ থেকে ২১ ডিসেম্বর। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থিয়েটারে শিল্পীদের অংশগ্রহনে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হবে। অনুষ্ঠানটি স্পন্সার করেন প্রিয় গ্রুপ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :