অবশেষে ফিরলেন ‘নিখোঁজ’ সাংবাদিক উৎপল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০০:২৩ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ০০:১৬

‘নিখোঁজ’ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিমবিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ফিরে এসেছেন।

মঙ্গলবার রাতে উৎপল দাস নিজেই ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রাত ১১টা ৫৩ মিনিটে কথা হয় উৎপলের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ভালো আছি। নরসিংদী গ্রামের বাড়ি যাচ্ছি। ঢাকায় ফিরে কথা বলবো।’

কথা বলার সময় উৎপলকে স্বাভাবিক মনে হচ্ছিল। এ রিপোর্ট লেখার সময় তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি নারায়ণগঞ্জে গাড়িতে।’

তবে এ ব্যাপারে এখনো পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ১০ অক্টোবর উৎপল নিখোঁজ হন। এর ১৪ দিন পর উৎপলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে। যদিও পুলিশ জানায়, ঘটনার দুই সপ্তাহ পর মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বাভাবিক।

এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে উৎপলের সন্ধান পাওয়া গেছে বলে গণমাধ্যমে খবর বের হয়। পরে অবশ্য এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

উৎপলের কর্মস্থল পূর্বপশ্চিমবিডিডটনিউজে তাকে খুঁজে পাওয়া গেছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়। যদিও সেই সংবাদটি এখন আর সেখানে দেখা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :