বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বার্থীতে এবং দুপুরে বাটাজোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মিলন মোল্লা নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার মো. মোশারেফ হোসেন মোল্লার ছেলে। দুর্ঘটনার পর বাসটিকে পুলিশ আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, ভূরঘাটা থেকে একটি বাস বরিশাল যাচ্ছিল। বাটাজোর বাজারের দক্ষিণ পাশ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

অপরদিকে গৌরনদী উপজেলায় একটি বাসের চাপায় নাঈম নামে অটোরাইস মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন ভ্যানচালকও।

সকাল সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দির সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে। তিনি গৌরনদীর এলাহী অটো রাইস মিলের শ্রমিক ছিলেন।

ঢাকাটাইমস/২০ডিসেম্বর/টিটি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :