গোপালগঞ্জে বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ সনেট গুলিবিদ্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:১৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে আট মামলার আসামি ও কাশিয়ানী উপজেলার ‘সন্ত্রাসী’ সনেট ওরফে পিস্তল সনেটকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলার চাপ্তা বালুর মাঠ এলাকায় অস্ত্র উদ্ধারের সময় এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ডিবি পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন।

সনেটের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ সনেট ওরফে পিস্তল সনেট কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকার শহীদ মিয়ার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম আলী নূর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল পৌনে ১০টায় কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকা থেকে সস্ত্রাসী সনেট ওরফে পিস্তল সনেটকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্য মতে সনেটকে নিয়ে ওই দিন রাত সোয়া ১টার দিকে উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে অস্ত্র উদ্ধার করতে যায় একদল পুলিশ। এসময় সেখানে আগের থেকে ওঁত পেতে থাকা তার অপর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সনেট পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় ডিবি পুলিশের এসআই গনেশ, কনস্টেবল মাসুদ ও ফরহাদ আহত হয়। পুলিশ ওই স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাকজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে মারাত্মক আহত সনেটকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত তিন ডিবি পুলিশকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুলিবিদ্ধ সনেটের বিরুদ্ধে কাশিয়ানী থানায় এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মাদক বিক্রি, অস্ত্র ব্যবসা, নারী ধর্ষণসহ ৮টি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :