‘পুঁজিবাজারনির্ভর শিল্পায়নে দেশকে এগিয়ে নিতে হবে’

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, ‘ব্যাংকনির্ভর শিল্পায়নের দিকে না গিয়ে পুঁজিবাজার থেকে টাকা নিয়ে শিল্পায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারে ভূমিকা; বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশের শিল্পায়নের জন্য গত আট বছরে প্রায় ৮০০ বিলিয়ন ডলার পুঁজিবাজার থেকে দেয়া হয়েছে। এতে করে একদিকে যেমন শিল্পায়ন হচ্ছে, অন্যদিকে দেশের কর্মসংস্থান হচ্ছে। তাছাড়া দেশে এবং দেশের বাইরে পরিচিত বাড়াতে পুঁজিবাজার হতে পারে বড় মাধ্যম।’

খায়রুল হোসেন বলেন, ‘দেশে শিল্পায়ন বাড়লে কর্মসংস্থান বাড়বে। দিন রাত পরিশ্রম করে এই কাজটি করে যাচ্ছেন দেশের শিল্প উদ্যোক্তারা। তাদের এই উদ্যোগ যাতে আরও সহজ করা যায়, সেই জন্য টাকা দিতে প্রস্তুত দেশের পুঁজিবাজার।’

নিজের গড়া পারিবারিক কোম্পানিকে পুঁজিবাজারে এনে তাতে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

অর্থনীতি বেসকারি প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ক্রমেই সামনে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ৭৫ শতাংশ অবদান বেসরকারি প্রতিষ্ঠানগুলোর। তারা দিন রাত পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এনআই/জেবি)